ফতুল্লায় বিস্ফোরণে হতাহতদের পাশে তাকওয়া ফাউন্ডেশনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদে গ্যাসের লাইন লিকেজ থেকে এসি বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়িয়েছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশসহ দেশের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

জানা গেছে, নিহতদের ফ্রী এম্বুলেন্স সেবা দান ও শেখ হাসিনা বার্ন ইউনিটে দগ্ধদের জন্য অপেক্ষমান আত্মীয়-স্বজনদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে তাকওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে।

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার তল্লা জামে মসজিদে এই সেবা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান গাজী ইয়াকুব। সাথে রয়েছেন সেক্রেটারি জেনারেল মাওলানা শামসুদ্দিন কাসেমী, মাওলানা আহমদ কাবির,জয়েন্ট সেক্রেটারি মাওলানা লুৎফুর, মাওলানা হিফজুর রহমান রহমান, মাওলানা খালেদ বিন নূর সহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন: নারায়ণগঞ্জ ট্রাজেডি: শহীদ পরিবারগুলোকে তাকওয়া ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

এছাড়াও হতাহতের আত্মীয় স্বজনদের মাঝে খাবার ও পানি বিতরণ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আহতদের গতকাল রাত থেকেই বিনামূল্যে রক্ত দিয়ে সাহায্য করছেন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তবন্ধু ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি আর্তসেবা ফাউন্ডেশন।

আরো পড়ুন: বেড়েই চলেছে মৃতের সংখ্যা, স্বজনদের আহাজারিতে ভারি তল্লা মাঠ

পূর্ববর্তি সংবাদশতাধিক বাংলাদেশীকে ফেরত পাঠাল আমেরিকা
পরবর্তি সংবাদমসজিদে বিস্ফোরণের ঘটনায় আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী ও ইসলামী দলগুলোর শোক