শাইখুল হাদিস মাওলানা কাসেমী রহ.কে এক নজর দেখতে বারিধারায় মুসল্লিদের ঢল

মাওলানা কাসেমী রহ.কে এক নজর দেখতে জামিয়া বারিধারায় ভক্তদের ঢল।

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর লাশ জামিয়া মাদানিয়া বারিধারায় নিয়ে যাওয়া হয়েছে। দুপুর ৩টা নাগাদ মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর লাশবাহী গাড়ি জামিয়া বারিধারায় পৌঁছে। এরপর থেকে প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য মাদরাসা প্রাঙ্গন ও রাস্তায় ভক্ত, ছাত্র, শিক্ষক ও তৌহিদী জনতার ঢল নেমেছে।

সোমবার সকালে জাতীয় ঈদগাহে জানাজার জন্য মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর লাশ নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বারিধারা প্রাঙ্গণেই ভক্তদের দেখানোর জন্য রাখা হবে হুজুরের লাশ।

জানাজা শেষে কাসেমী রহ.কে তুরাগের জামিয়া সোবহানিয়া মাহমুদ নগর মাদরাসায় দাফন করা হবে।

এর আগে মাওলানা কাসেমী রহ. আজ রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাওলানা কাসেমী রহ.কে এইচডিইউতে নেয়া হয়। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা কাসেমী রহ.কে এক নজর দেখতে জামিয়া বারিধারায় ভক্তদের ঢল। ছবি: ফয়জুর রহমান

শাইখুল হাদীস মাওলানা নূর হোসাইন কাসেমী রহ. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান ছিলেন।

-এনটি

আরো পড়ুন:চলে গেলেন হেফাজত মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী

এক নজরে মাওলানা নূর হুসাইন কাসেমী রহ.-এর বর্ণাঢ্য জীবন

মাওলানা কাসেমী রহ.-এর ইন্তেকালে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনসমূহের গভীর শোক

 

পূর্ববর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ল ভুটান, সই করেছে ভারতের ইসরাইলি রাষ্ট্রদূত
পরবর্তি সংবাদএই সেই ধোলাইপাড় চত্বর!