‘খোঁড়া অজুহাতে মাদরাসা বন্ধ করার দুঃসাহস মেনে নেয়া যায় না’

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরি গ্রামে জাতীয় সংগীতের সুর দিয়ে ইসলামী সংগীত (হামদ) পরিবেশনের অভিযোগে দারুল কোরআন আল আরাবিয়া নামের একটি মাদরাসার কার্যক্রম বন্ধ করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, কেবলমাত্র জাতীয় সংগীতের সুরের সাথে মিলে যাওয়ায় একটি মাদরাসা বন্ধ করার এখতিয়ার কারো নেই।

তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে একটি খোড়া অজুহাত দিয়ে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার দুঃসাহস মেনে নেয়া যায় না। অবিলম্বে উক্ত মাদরাসাটি খুলে দিতে হবে এবং বন্ধ করে দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার কারণে উপজেলা প্রশাসনকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে।

মহাসচিব বলেন, একটি ইসলামবিদ্বেষী শক্তি ইসলামী শিক্ষা বন্ধের চক্রান্ত হিসেবে কেবলমাত্র একটি অজুহাত দাড় করে এধরণের মাদরাসার বন্ধের অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে।

আরো পড়ুন: মুরাদনগরে জাতীয় সংগীতের সুরে হামদ পরিবেশন করায় মাদরাসা বন্ধ করে দিল প্রশাসন

পূর্ববর্তি সংবাদরায়হান হত্যা: পাঁচদিনের রিমান্ডে কনস্টেবল টিটু
পরবর্তি সংবাদখালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানি পেছাল