স্বাস্থ্যবিধি মেনে ৪ সিটিতে পশুর হাট বসানোর সিদ্ধান্ত সরকারের

ইসলাম টাইমস ডেস্ক: করোনা থেকে সুরক্ষায় জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঈদুল আযহার ক্ষেত্রে এটি অবাস্তব উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, অনলাইনে পশু বেচাকেনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্থানে গরুর হাট বসবে।

করোনা পরিস্থিতি থেকে সুরক্ষায় শনিবার (১১ জুলাই) রাজধানীসহ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে গরুর হাট না বসানোর সুপারিশ করা হয় করোনা থেকে সুরক্ষায় জাতীয় কারগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে।

কিন্তু পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে গরুর হাট বসানোর সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী।

আরো পড়ুন: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বসানোর পরামর্শ

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাট না বসাটা অবাস্তব। তবে মানুষকে উৎসাহিত করছি অনলাইনে গরু-কেনাবেচা করার জন্য। কিন্তু এরপরেও যেসব হাট খুলতেই হবে, সেখানে স্বাস্থ্যবিধি মানা হবে।

অনলাইন পদ্ধতিতে ২০ থেকে ২৫ লাখ গরু বেচাকেনার মতো অবস্থা নেই বলেও জানান মন্ত্রী।

আরো পড়ুন: মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে কোরবানির পশু ঢুকতে না দেওয়ার ‘হঠকারী’ সিদ্ধান্ত!

পূর্ববর্তি সংবাদআয়া সোফিয়াকে আসল পরিচয়ে ফিরিয়ে আনায় এরদোগানকে অভিনন্দন ওমানের প্রধান মুফতির
পরবর্তি সংবাদদুর্নীতির সাথে আর এক ঘণ্টাও থাকতে চান না স্বাস্থ্যসচিব