ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বসানোর পরামর্শ

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট স্থাপন না করার সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এছাড়া অন্যান্য জায়গায় সংক্রমণ এড়াতে নীতিমালা পালন সাপেক্ষে কোরবানি পশুর হাট বসানো যেতে পারে বলে জানিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কোরবানি পশুর হাট স্থাপন ও পশু জবাই এর ক্ষেত্রে নিচের নিয়মসমূহ অনুসরণ প্রয়োজন বলে মনে করে কমিটি-

– কোরবানির পশুর হাট শহরের অভ্যন্তরে স্থাপন না করা ।

– কোরবানি পশুর হাট খোলা ময়দানে হতে হবে, যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

– বয়স্ক ব্যক্তি (৫০ বয়সোর্ধ্ব) এবং অসুস্থ ব্যক্তি পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকবেন।

– পশুর হাটে প্রবেশ ও বাহির এর পৃথক রাস্তা থাকতে হবে।

– পশুর হাটে আগমনকারী সকল ব্যক্তির মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।

– কোরবানি পশু জবাই বাড়িতে না করে শহরের বাহিরে সিটি কর্পোরেশনের দ্বারা নির্ধারিত স্থানে করতে হবে।

– অনলাইনে অর্ডারের মাধ্যমে বাড়ির বাহিরে কোরবানি দেয়া সম্ভব হলে, তা করার জন্য উৎসাহিত করা।

এছাড়া,  কোভিড-১৯ সংক্রমণ বিস্তার এড়াতে  ঈদের ছুটির সময় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়।

পূর্ববর্তি সংবাদমালদ্বীপ থেকে ফেরা ১৫৭ জন হোম কোয়ারেন্টিনে
পরবর্তি সংবাদকোয়রেন্টিনে থাকা নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল পশ্চিমবঙ্গের এক পুলিশ