রমযানের বাকী সময়টুকু গনিমত মনে করে ইবাদতে কাটান: মুফতি তাকী উসমানী

ইসলাম টাইমস ডেস্ক: বৈশ্বিক করোনা মহামারী থেকে বাঁচতে আল্লাহর রহমতের আশায় চলমান রমযানের শেষ দশক বিশেষ গুরুত্বের সাথে ইবাদতে কাটানোর প্রতি মুসলমানদের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেমে দ্বীন এবং মুসলিম স্কলার মুফতি তাকী উসমানী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারের এক টুইটে মুফতি তাকি উসমানী এ আহ্বান জানান।

টুইট বার্তায় তিনি বলেন, দিন যাওয়ার সাথে সাথে মহামারী পরিস্থিতি দীর্ঘ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে কাজকর্ম আর কতদিন বন্ধ রাখা যাবে? মুসলমানদের সামষ্টিক ইবাদতও বন্ধ রাখা সম্ভব নয়।

আরো পড়ুন: করোনায় রমজান: তারাবির আওয়াজে গুঞ্জরিত লাখো ঘর

টুইটে তিনি পারস্পরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে মসজিদে গিয়ে ইবাদত, দোয়ায় বিশেষ ইহতিমামের আহ্বান জানান।

টুইটে তিনি আরও লেখেন, রমযানের শেষ দশকের গুরুত্বপূর্ণ সময়ের কিছু অংশ অতিবাহিত হয়ে গেছে। যে সময় বাকী আছে সেটাকে গনিমত মনে করে নামায, তিলাওয়াত, যিকিরে আরও মনোযোগ দিতে হবে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি বিশেষভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিয়ে মসজিদের মুসল্লিদের নামায আদায়ে বাধা না দেওয়ার আহ্বান জানান মুফতি তাকী উসমানী।

আরো পড়ুন: এবারের রমজান মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ: মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

পূর্ববর্তি সংবাদদৌলতদিয়ায় ঢাকাফেরত যাত্রীদের ভিড়
পরবর্তি সংবাদকুড়িগ্রামে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত