এবারের রমজান মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ: মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

ইসলাম টাইমস ডেস্ক: রমজানুল মোবারক সবসময়ই গুরুত্বপূর্ণ মাস এবং সময়। এ বছরের রমজান বিশেষ প্রেক্ষাপটের কারণে মুসলমানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সারা দুনিয়ার মুসলমান, উম্মাহ এবং সারা দুনিয়ার মানুষ একটি বিশেষ সংকট এবং বিপদের মধ্যে আছেন। আল্লাহ তাআলার কাছে এই সংকট থেকে উত্তরণের জন্য এ রমজান মাসে মুসলমানরা বেশি বেশি ইবাদত করবেন, দোয়া করবেন, রোনাজারি করবেন।

বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকার আমীনুত তালিম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক সাহেব এক ব্যক্তিগত বার্তায় এ কথা বলেন।

রমজানুল মোবারক বাংলাদেশের মুসলমানের দ্বারপ্রান্তে। চাঁদ দেখা গেলে আজ মাগরিব থেকে রমজান মাস শুরু। এ পরিস্থিতিতে করণীয় কিছু বিষয়ে দিকনির্দেশনা জানতে চাইলে তিনি বলেন, যে যেখানে অবস্থান করছেন, রমজান মাসকে গনিমত মনে করা চাই। সময়কে কাজে লাগানো, আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিজেদের বিপদ মুক্তি ও নাজাতের ব্যবস্থা করার জন্য এবারের রমজানের প্রতিটি মুহূর্তকে সবাই কাজে লাগাবেন।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগের কড়া সমালোচকরাও রেশনকার্ড পাবেন: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদবাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার প্রথম রোজা