মশার রক্ত লেগে থাকলে কি নামায হয় না?

ইসলাম টাইমস ডেস্ক: কিছু মানুষকে বলতে শোনা যায়- ‘তোমার কাপড়ে মশার রক্ত লেগে ছিল; তোমার নামায হয়নি।’

তাদের ধারণা, মশার রক্ত লেগে থাকলে নামায হয় না। তাদের এ ধারণা ঠিক নয়।

হযরত হাসান বসরী রাহ., আতা ইবনে আবী রাবাহ রাহ., আবু জাফর রাহ., উরওয়া ইবনে যুবাইর রাহ. প্রমুখ তাবেয়ী থেকে বর্ণিত আছে যে, কাপড়ে মশা-মাছির রক্ত লাগলে কোনো সমস্যা নেই। [দ্র. মুসান্নাফে ইবনে আবি শায়বা, (মাকতাবাতুর রুশদ,. রিয়াদ) বর্ণনা ২০১৯, ২০২০, ২০২১]

তবে নজরে পড়লে এ রক্ত ধুয়ে নেওয়া যে ভালো তা তো আর বলার অপেক্ষা রাখে না।

(মাসিক আলকাউসারের সৌজন্যে)

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আল্টিমেটাম
পরবর্তি সংবাদতালেবানের অংশগ্রহণে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে!