সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে জন নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছে: খেলাফত মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: ডিজিটিাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমদের জেলখানায় মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মুশতাক আহমদের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী করেছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইনকে জনগণকে নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছে। সরকার ও সরকার দলীয় লোকদের লুটপাট, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে মত প্রকাশের কারণে বহু নাগরিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বশেষ শিকার হচ্ছেন জেলখানায় বন্দী অবস্থায় নিহত লেখক মুশতাক আহমেদ।

বিবৃতিতে নেতৃদ্বয় মুশতাক আহমদের করুণ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে এবং এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবী জানান।

-এসএন

পূর্ববর্তি সংবাদঢাকায় মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ ৫৭ জন গ্রেফতার
পরবর্তি সংবাদসিরিয়ায় হামলা ইরানের সতর্কবার্তা হিসেবে দেখা উচিত: বাইডেন