সম্পদের হিসাবে মিথ্যা তথ্য দেয়ায় এসআইয়ের ৬ বছরের কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: দুদকের দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সদর থানার চাকরিচ্যুত এসআই আব্দুল জলিলের ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সম্পদের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের-৫-এর বিচারক ইকবাল হোসেন এক জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন।

রায় শেষে আদালত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আইনের পৃথক দুই ধারায় তাকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়। দুদক আইনের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের কারাদণ্ড দেন আদালত। তবে দুই ধারার সাজা এক সাথে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে আব্দুল জলিলকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য নোটিশ পাঠায় দুদক। নোটিশ পাওয়ার পর তিনি ২৩ লাখ ৭৩ হাজার ২৩২ টাকার সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। তবে দুদক তদন্তে তার অর্জিত সম্পদ পান ২৭ লাখ ৭০ হাজার ৮৩২ টাকার। এ ঘটনায় ২০১৭ সালের ৫ নভেম্বর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান তার বিরুদ্ধে একটি মামলা করেন। ২০১৮ সালের ২৮ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় আটজন সাক্ষীর মধ্যে চারজন আদালতে সাক্ষ্য দেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদসামাজিক মাধ্যমে ফোন নম্বর, ইমেইল, লোকেশন না রাখার পরামর্শ বিটিআরসির
পরবর্তি সংবাদফের ভারতীয় সেনার গুলি কেড়ে নিল দুই কাশ্মীরি যুবকের প্রাণ