শাহ আমানত বিমানবন্দরে ১ টি ফ্লাইটে তল্লাশি চালিয়ে১৭ কেজি স্বর্ণ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস। সোমবার সকালে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটটি আবুধাবি থেকে সকাল ১০টা ১৩ মিনিটের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস ও বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার লোকজন বিমানটিতে অভিযান চালিয়ে ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করে।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার জানান, ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭ কেজি ৪০০ স্বর্ণ উদ্ধার করা হয়।

-আরএম

পূর্ববর্তি সংবাদইসরায়েলের সঙ্গে মিলে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত মিশর
পরবর্তি সংবাদভাষা আন্দোলনে আমাদের প্রেরণার উৎস ছিল আল কোরআন: অধ্যাপক আবদুল গফুর