ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমে ২ দিনব্যাপী ইসলাহী মাহফিল

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম [তালতলা মাদরাসায়] শুরু হয়েছে দেশের বরেণ্য আলেমে দ্বীন ও আধ্যাত্মিক রাহবার মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জী দা.বা.-এর দুইদিন ব্যাপী ইসলাহী মাহফিল।

গত চৌদ্দ বছর আগে শুরু হওয়া বার্ষিক এই ইসলাহী মাহফিলটি ধারাবাহিকভাবে অদ্যাবধি চলে আসছে। এতে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হযরতের খলীফা এবং তার সঙ্গে ইসলাহী সম্পর্ক রাখা ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসলমানরা নিজেদের আধ্যাত্মিক খোরাক নেয়ার চেষ্টা করে থাকেন।

আজ সকাল দশটায় শুরু হয়ে মাহফিলটি আগামীকাল বাদ জুমা শেষ হওয়ার কথা রয়েছে।

আজ সন্ধা পর্যন্ত বরেণ্য মাশায়েখ এবং হযরত হাফেজ্জী হুযুর (দা.বা)-এর খলীফাগণ ইসলাহী আলোচনা পেশ করবেন। মাগরিবের পর জিকির ও হযরতের দেয়া ইসলাহী সবকের মশকের কথা রয়েছে। শেষরাতে তাহাজ্জুদের আমলের মধ্য দিয়ে শুরু হবে আগামীকালের কার্যক্রম। জিকির হবে ফজরের পর কিছু সময়ও। এরপর চলবে প্রতিদিনের আমলের মশক ও সুন্নতের মুযাকারা এবং আমলী কারগুজারী।

আগামী দিন বাদ জুমা হযরত হাফেজ্জী হুযুর (দা.বা.)-এর নসীহত ও দোয়ার মাধ্যমে ইসলাহী মাহফিলটি সমাপ্ত হবে।

মাওলানা আবদুর রহমান হাফেজ্জী হুযুর (দা.বা) নেত্রকোনা জেলার জারিয়ার ক্বারী সাহেব নামে পরিচিত ‘ক্বারী ছিদ্দিকুর রহমান রহ.’-এর নিসবতে ইসলাহী কাজ করে থাকেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদমক্কা শরীফে পাহাড় ধসে ৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
পরবর্তি সংবাদমিয়ানমারে ইন্টারনেট বন্ধের প্রতিবাদ, সরকারি ওয়েবসাইট অচল করে দিয়েছে হ্যাকাররা