চলতি শিক্ষাবর্ষের সংক্ষিপ্ত নেসাব ও পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বেফাক

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় শিক্ষাবর্ষের সময় কমে যাওয়ায়  সংক্ষিপ্ত  নেসাব প্রকাশ করেছে কওমী মাদরাসাগুলোর সম্মিলিত শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। সে সাথে পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে বোর্ডটি। আজ বেফাকের ফেসবুক পেজে পরীক্ষানিয়ন্ত্রক আমীনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে যেহেতু মাদরাসাগুলোতে ছবক পুরো বছর পড়ানো হয়নি তাই স্বাভাবিক নেসাব পূরণ করা কষ্টকর। এদিকে লক্ষ্য করে বিভিন্ন কিতাবের নেসাব সংক্ষিপ্ত করা হয়েছে। তবে ফজিলতের শরহে আকায়েদ, শরহে নুখবাতুল ফিকার ও আকীদাতুত তহাবীর পরীক্ষা পূর্ণ কিতাব থেকেই হবে।

No photo description available.

এর আগে এক বিজ্ঞপ্তিতে বেফাক ২০২১ সালের পরীক্ষার পুরুষ ও মাহিলাদের জন্য ভিন্ন ভিন্ন রুটিন প্রকাশ করে।

May be an image of text No photo description available.

-ইজে

পূর্ববর্তি সংবাদদোয়ার মধ্য দিয়ে বাংলা ভাষার অন্যতম কবি আল মাহমুদকে স্মরণ করলেন ভক্তরা
পরবর্তি সংবাদমাওলানা জসিম উদ্দীনের উপর হামলা: মূল হোতাদের পরিচয় প্রকাশের দাবিতে মানববন্ধন