করোনার টিকা নিয়ে সংশয় দূর করতে এবার ইমামদের দ্বারস্থ ব্রিটেন

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরসের টিকা নিয়ে মানুষের মনে সংশয় দূর করতে এবার ইমামদের দ্বারস্থ হলো ব্রিটেন।

দেশটির মসজিদের ইমামরা জুমার নামাজে করোনার টিকা নিয়ে মানুষের ভয় দূর করতে বিশেষ বয়ান দেন। খবর এএফপি ও আরব নিউজের।

দেশটিতে এর মধ্যে করোনার দুটি টিকা দেওয়া শুরু হয়েছে। তা সত্ত্বেও কমছে না করোনা মহামারীর প্রকোপ। তার ওপর যোগ হয়েছে করোনার নতুন ধরন।

সব মিলিয়ে বেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির সার্বিক পরিস্থিতি। এ অবস্থায় পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অনেকেই করোনার টিকা নিতে ভয় পাচ্ছেন।

তাদের এই সংশয় দূর করতে দেশটির মসজিদের ইমামরা এগিয়ে এসেছেন বলে এএফপি ও আরব নিউজের খবরে দাবি করা হয়েছে।

খবরে দাবি করা হয়েছে, তারা মানুষকে বোঝাচ্ছেন আবিষ্কৃত করোনার টিকা নিরাপদ। এটি নিলে কোনো সমস্যা হবে না, বরং করোনার মহামারী থেকে সুরক্ষায় এ টিকার বিকল্প নেই।

ব্রিটনের জাতীয় মসজিদ ও ইমাম পরামর্শ বোর্ডের (এমআইএনএবি) সভাপতি কারি আসিম এ করোনার টিকার বিষয়ে ওই প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলে খবরে দাবি করা হয়েছে।

ইসলামের আলোকে টিকা নেওয়া কতটুকু বৈধ তা তিনি কমিউনিটির সবার কাছে ব্যাখ্যা করছেন বলে খবরে বলা হয়েছে। যুক্তরাজ্যে বর্তমানে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে।

দেশবাসীর আত্মবিশ্বাস বাড়াতে এখন প্রচারে নেমেছেন যুক্তরাজ্যের ইমামরা। দেশটিতে পাকিস্তান ও বাংলাদেশিসহ ২৮ লাখেরও বেশি মুসলিম বসবাস করছেন।

করোনার টিকায় শূকরের জেলাটিন বা অ্যালকোহল আছে বলে অনেক মুসলমান মনে করেন। এ কারণেই তারা করোনার টিকা নিতে চাচ্ছেন না।

-আরএম

পূর্ববর্তি সংবাদপ্রশান্ত কুমার হালদারের অর্থ লোপাট কাণ্ডে যে ৮৩ জনকে নিয়ে তদন্ত করছে দুদক
পরবর্তি সংবাদঅবশেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: নিয়মিত ক্লাস হবে দশম ও দ্বাদশে, বাকিদের সপ্তাহে ১ দিন