ইসলাম টাইমস ডেস্ক: ফুটন্ত রসের পাত্রে পড়ে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির দাদা তাকে তুলতে গিয়ে দুই হাত পুড়ে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারি) ফেনীর সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ এলাকায় আবুল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তবে সেখানকার চিকিৎসক তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন। তবে শিশুটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, গরম রসে শিশু আশরাফুলের মাথাসহ শরীরের ৪০ শতাংশ এবং আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ৮ শতাংশ ঝলসে গেছে। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। তবে শিশুটি সেখানে মারা যান।
ইজে