রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের ভারতীয় এক শিক্ষার্থী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার পর যেকোনো সময় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ওই শিক্ষার্থীর নাম ইকবাল জাফর শরীফ (২৪)।

নিহত ওই শিক্ষার্থীর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। তার বাবার নাম মোজাম্মেল হোসেন পিন্টু। ইকবাল জাফর বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বি.কে দাম জানান, করোনা পরিস্থিতির কারণে ইকবাল ভারতেই ছিলেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশে এসে রাজধানী ঢাকায় তার এক বন্ধুর কাছে ছিলেন। গত বুধবার (২০ জানুয়ারি) তিনি রাজশাহী গিয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে থাকার জন্য ওঠেন। হোস্টেলে আগে প্রতি কক্ষে দুজন বিদেশি শিক্ষার্থী থাকলেও এখন করোনা পরিস্থিতির কারণে একজন করে শিক্ষার্থী রাখা হয়। শুক্রবার রাতে ইকবাল জাফর তার নিজের হোস্টেলর কক্ষেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ইজে

পূর্ববর্তি সংবাদরূপগঞ্জের পূর্বাচলে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু
পরবর্তি সংবাদফেব্রুয়ারিতেই সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু