বরিস জনসনের আতঙ্ক: ‘করোনার নতুন ধরন মূল ভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী’

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাজ্যে ধরা পড়া নতুন ধরনের করোনা ভাইরাস তুলনামূলক বেশি সংক্রামকই শুধু নয়, বেশি প্রাণহানীরও কারণ হতে পারে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই এমন তথ্য জানিয়েছেন৷

শুক্রবার তিনি বলেন, নতুন ধরনের বি১১৭ করোনা ভাইরাসটি মূল ভাইরাসের চেয়েও সম্ভবত বেশি প্রাণঘাতী৷ ‘‘দ্রুত সংক্রমণের পাশাপাশি, লন্ডন ও দক্ষিণ পূর্বে চিহ্নিত হওয়া নতুন ধরনের ভাইরাসটি আরো বেশি মৃত্যুর কারণ হতে পারে বলে কিছু প্রমাণ মিলছে,’’ সংবাদ সম্মেলনে বলেন জনসন৷

ব্রিটেনের সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স জানিয়েছেন, ভাইরাসটি তুলনামূলকভাবে ৩০ ভাগ বেশি প্রাণঘাতী৷ ষাটোর্ধ্বদের ক্ষেত্রে মূল করোনা ভাইরাসে প্রতি এক হাজার সংক্রমণে যেখানে দশজনের মৃত্যুর আশঙ্কা থাকে, সেখানে নতুন ভাইরাসে এই হার ১৩ থেকে ১৪ জন বলে উল্লেখ করেন তিনি৷ যদিও ভ্যালেন্স জানান, এই ফলাফল প্রাথমিক কিছু উপাত্তের ভিত্তিতে পাওয়া, যে কারণে এখনও এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন৷

এমন অবস্থায় বি১১৭ করোনা ভাইরাসটি নিয়ে আরো গবেষণা চলছে বলে উল্লেখ করেন জনসন৷ সামনে সীমান্ত নিয়ন্ত্রণসহ দেশটিতে আরো কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও আভাস দেন তিনি৷

-এনটি

পূর্ববর্তি সংবাদমিরপুরে উচ্ছেদ: প্রতিবাদে বিহারিদের মানববন্ধন
পরবর্তি সংবাদসেতুমন্ত্রীর অনুরোধে রোববারের হরতাল প্রত্যাহার করলেন আবদুল কাদের মির্জা