বাইডেনকে নেতানিয়াহু: ‘আপনার সঙ্গে আমার কয়েক দশকের ব্যক্তিগত বন্ধুত্ব’

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বনেতারা।

তবে এসব নেতাদের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিনন্দন বার্তাটি একটু ভিন্ন। তিনি জো বাইডেনকে তার ‘কয়েক দশকের ব্যক্তিগত বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।

বাইডেনকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু টুইটবার্তায় বলেন, ‘জো বাইডেন ও কমলা হ্যারিস—ঐতিহাসিক এই অভিষেক দিবসে আপনাদের অভিনন্দন। প্রেসিডেন্ট বাইডেন আপনার সঙ্গে আমার কয়েক দশকের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে।’

আরো পড়ুন: আদৌ কি বাইডেন মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করে চলবে?

সদ্য বিদায়ী প্রেসিডেন্টকে স্মরণ করেও টুইট করেন নেতানিয়াহু। ট্রাম্পকে নিয়ে করা টুইটে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের জন্য আপনি যা করেছেন সে জন্য আপনাকে ধন্যবাদ। বিশেষ করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা এবং ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের শান্তি চুক্তির ব্যাপারে আপনার নেওয়া পদক্ষেপ।’

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে (যুক্তরাষ্ট্র সময় দুপুর পৌনে ১২টা) শপথ নেন বাইডেন। তার আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।

-এসএন

পূর্ববর্তি সংবাদদলের বিরুদ্ধে অপপ্রচার রুখতে ১ লাখ ‘সাইবার যোদ্ধা’ তৈরি করবে আ.লীগ!
পরবর্তি সংবাদ৭১’এর মতোই করোনার বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী