ময়মনসিংহে মাদরাসাছাত্রদের ওপর সাদপন্থীদের হামলা, আহত ১২ (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ বড় মসজিদে তাবলীগী সাথী ও জামিয়া ফয়জুর রহমান (রহঃ) মাদরাসার ছাত্রদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় মাদরাসার ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা শেষে ১০ জনকে মাদরাসায় পাঠানো হলেও ৩ জন এখনো ডাক্তারি পর্যবেক্ষণে রয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব সাদপন্থীরা তাবলীগী সাথী ও মাদরাসার ছাত্রদের ওপর এ হামলা চালায় বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ।

সূত্র জানায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি)  আসরের সময় থেকে সাদপন্থীরা মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির ফন্দি আঁটছিল। সাদপন্থীদের বিশৃঙ্খলা  সৃষ্টি করতে বাধা দেওয়ায় তারা জামিয়া ফয়জুর রহমান (রহঃ) মাদরাসার ছাত্র ও তাবলীগী সাথীদের ওপর চড়াও হয়। এ সময় সাদপন্থীদের অতর্কিত হামলায় মাদরাসার ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

সূত্র জানিয়েছে, আহত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ১০ জনকে মাদরাসায় পাঠানো হয়েছে। তবে ৩জন এখনো ডাক্তারি পর্যবেক্ষণে রয়েছেন।

ভিডিও দেখুন:

-এনটি

পূর্ববর্তি সংবাদএক দশকে জাপানে মুসলমানদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি
পরবর্তি সংবাদবিদায়ী ভাষণে ট্রাম্প: “আমি গর্বিত, আমি নতুন কোনো যুদ্ধ শুরু করিনি”