ভারত থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।

বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপরে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভারত উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানটি (বেক্সিমকো) যে চুক্তি করেছে, তার প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।

আব্দুল মোমেন বলেন, আগামীকাল সব মিলিয়ে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসবে এবং আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার হিসেবে পাঠাচ্ছে ভারত। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সরকারিভাবে বিতরণের জন্য সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আমদানি করছে।

টিকা কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ টিকা দেওয়ার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এরমধ্যে চীনও আছে।

তিনি বলেন, কিছু বেসরকারি প্রতিষ্ঠানও ভ্যাকসিন আমদানির চেষ্টা চালাচ্ছে। সামনের দিনগুলোতে আমাদের জন্য প্রচুর ভ্যাকসিন আসবে।

-এসএন

পূর্ববর্তি সংবাদসিলেটে বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে আটক এসআই
পরবর্তি সংবাদঅবশেষে সাধের হোয়াইট হাউজ ছেড়ে বিদায় নিলেন ট্রাম্প!