করোনায় গত ৮ মাসে সবচেয়ে কম মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের মৃত্যু হয়েছে। যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন।

গত বছরের ৮ মে এর চেয়ে কম সাতজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর ৯ মে আটজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৬৫৬ জন রোগী শনাক্ত হয়।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯৫০ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে।

গত এক দিনে আরও ৬১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

-এসএন

পূর্ববর্তি সংবাদ১৮ বছরের উর্ধ্বে সবাইকে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে: সংসদে অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদআমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর মুখে চীনে মুসলিমদের গণহত্যার অভিযোগ!