অবশেষে সাধের হোয়াইট হাউজ ছেড়ে বিদায় নিলেন ট্রাম্প!

ইসলাম টাইমস ডেস্ক: বহু বিতর্ক-সমালোচনা ও ইতিহাসের জন্ম দিয়ে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাধের হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন।

এখন তিনি জয়েন্ট অ্যান্ড্রু বেসে একটি সংক্ষিপ্ত ফেয়ারওয়েল অনুষ্ঠানে অংশ নেবেন।

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে বিশেষ হেলিকপ্টারে করে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ডিউজের উদ্দেশে রওনা দেন।

কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সেখানে উপস্থিত থাকছেন না ট্রাম্প।

ট্রম্পের ঘনিষ্ঠ কিছু সহযোগীরা গণমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট পরবর্তী জীবন তিনি ফ্লোরিডাতেই থাকবেন। এর পরের পরিকল্পনা এখনও জানা যায়নি।

এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সেনাবেষ্টনির মধ্যেই শপথ নিতে হবে বাইডেন ও হ্যারিসকে।

সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান দেখতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই দৃশ্যের দেখা মেলবে না শপথ অনুষ্ঠানে।

নিরাপত্তা ও করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে আসতে না পারা ইতিহাসে এবারই প্রথম।

-এসএন

পূর্ববর্তি সংবাদভারত থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদকারাগারের বদলে ৪৯ জন কমবয়সী আসামিকে ‘একশ মনীষীর জীবনী’ উপহার