আফ্রিকা ও সৌদি আরবের মরুভূমিতে নজিরবিহীন তুষারপাত (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: নজিরবিহীন তুষারপাতের ঘটনা ঘটেছে আফ্রিকা ও সৌদি আরবের মরুভূমিতে। ভারী তুষারপাতে ঢেকে গেছে আফ্রিকার সাহারা মরুভূমি। এছাড়া সৌদি মরুভূমির হলুদ বালু সাদা বরফে ঢেকে আছে। তাপমাত্রা নেমে গেছে ২ ডিগ্রি সেলসিয়াসে।

সাহারা ও সৌদি মরুভূমির বালুর ওপরে এই বরফের আস্তরণের কয়েকটি ছবিও সামনে এসেছে। জিও টিভির খবরে বলা হয়েছে, সৌদি আরবের আসির অঞ্চলে এই বিরল তুষারপাত দেখতে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকরা আসছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তুষারপাত হচ্ছে। তবে শীত মৌসুমে সাধারণত এখানে তুষারপাত হয় না।

সাহারার আইন সেফরাকে মরুভূমির দ্বার বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ মিটার উঁচুতে অবস্থিত, এই এলাকা আটলাস পর্বত দ্বারা বেষ্টিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। হাজার বছর ধরে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে।

তবে একদল বিশেষজ্ঞ আশা করছেন, এই মরুভূমি আবারও সবুজ হবে। কিন্তু বর্তমানে সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত হওয়ায় যারপরনাই আনন্দিত সেখানকার স্থানীয় লোকেরা। প্রচুর পর্যটকেরাও সেখানে আসছেন।

এলাকাটিতে প্রায় ৫০ বছর পর তাপমাত্রা এত কমে গিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মরুভূমিতে বরফের মধ্যে উটে চড়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করছেন।

উল্লেখ্য, মরুভূমিতে তুষারপাত খুবই বিরল। তবে ঠাণ্ডা কিন্তু এখানেও অনেক পড়ে। রাতের বেলা তাপমাত্রা হঠাৎ নেমে আসে।

-এনটি

পূর্ববর্তি সংবাদভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক, নিহত ১৫
পরবর্তি সংবাদযে আমল গোনাহকে পাল্টে দেয় নেকীতে