ভার্চুয়াল নয়, বইমেলা হবে সরাসরি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘করোনার কারণে পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বইমেলা সরাসরিই হবে। ভার্চুয়াল হবে না। আমরা এখনও দিন-তারিখ নির্ধারণ করতে পারিনি।’

আজ রবিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইমেলা বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

কে এম খালিদ আরও বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১ আয়োজনের জন্য তিনটি তারিখ প্রস্তাব করছে সংস্কৃতি মন্ত্রণালয়। এগুলো হলো ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৭ মার্চ। এর মধ্যে একটি দিন চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে না। পাঠকদের মধ্যে বইমেলা নিয়ে যেন কোনো সংশয় তৈরি না হয়, সে কারণে বিকল্প হিসেবে ভার্চুয়াল আয়োজনের কথা তারা ভাবছেন। গত বৃহস্পতিবার একাডেমির কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

-এসএন

পূর্ববর্তি সংবাদফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ
পরবর্তি সংবাদনরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্ত করতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব