পম্পেওর বক্তব্যের প্রতিবাদ ঢাকার: ‘বাংলাদেশে আলকায়েদার উপস্থিতির কোনো ভিত্তি নেই’

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে আল কায়েদার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ৷

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার বক্তব্যকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে৷

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির কোনো ভিত্তি নেই৷’’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘‘তিনি (পম্পেও) উল্লেখ করেছিলেন, বাংলাদেশে আলকায়েদা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের ভুল আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি৷’’

যেকোনো ধরনের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ শূন্য সহিষ্ণুতার নীতি মেনে চলে বলেও উল্লেখ করা হয়েছে৷

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক আল কায়েদার কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র হিসাবে বাংলাদেশকে উল্লেখ করা ভিত্তিহীন ও প্রমাণহীন৷’’

এ দাবি প্রমাণিত হলে তা মোকাবিলায়  প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে৷

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘‘এ ধরনের দাবি যদি প্রমাণিত হয়, তা মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার৷ যদি জল্পনার উপর ভিত্তি করে এ ধরনের বক্তব্য দেওয়া হয়, বাংলাদেশ এটাকে দুর্ভাগ্যজনক হিসাবে বিবেচনা করছে, বিশেষ করে এমন সময়ে যখন দু’টি বন্ধু দেশ পারস্পরিক মূল্যবোধ, শান্তি ও একীভূত লক্ষ্যের উপর ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে৷’’

সূত্র: ডি ডব্লিউ

-এমএসআই

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, নিহত ৭
পরবর্তি সংবাদচীনের তৈরি করোনা টিকা নিলেন এরদোগান