ওএমএসের চাল বিক্রির অভিযোগে রংপুরে আ.লীগ নেতা গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্কঃ রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) চাল কালো বাজারে বিক্রির মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

সোমবার (১১ জানুয়ারি) সকালে ভেন্ডাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, গত বছরের ৯ এপ্রিল ট্রলি যোগে পাচারের সময় ৯০ বস্তা ওএমএসের চালসহ রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়। ঐ চাল গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার বাবা মনোয়ার হোসেন মন্ডলের। ওএমএস চাল বিক্রির ডিলার ছিলেন তিনি। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা হলে পুলিশি তদন্তে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে। পরে তাকেও ওই মামলায় আসামি করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ঐ মামলায় দীর্ঘদিন থেকে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার সকালে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

পূর্ববর্তি সংবাদকারাবাখ নিয়ে ফের ত্রিপক্ষীয় বৈঠক, আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে বসল রাশিয়া
পরবর্তি সংবাদবিতর্কিত কৃষি আইন স্থগিত করতে কেন্দ্রীয় সরকারকে ভারতীয় সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি