স্বাধীনতার ৫০ বছরেও ভোটাধিকার না থাকা কলঙ্কজনক: চরমোনাই পীর

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়েছিল ভোটাধিকারের প্রশ্নে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতার ৫০তম বছরে এসেও বাংলার মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এর চেয়ে কলঙ্কজনক বিষয় আর কিছু হতে পারে না।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় মজলিসে আমেলার প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চরমোনাই পীর বলেন,  ‘ভোটের অধিকার রক্ষার আন্দোলনই স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছিল। লজ্জাজনক বিষয় হলো— বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই সেই ভোটাধিকার হরণ করা হয়েছে। এই কলঙ্ক আওয়ামী লীগের নেতৃত্বের জন্যও লজ্জাজনক।’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘৫০ বছর পরেও বাংলাদেশ একই অবস্থানে দাঁড়িয়ে আছে। বিগত বছরগুলোতে  যারা দেশ শাসন করেছেন, তারা  মুক্তিযুদ্ধের মূল চেতনার প্রতি পাকিস্তানি শাসকদের মতো অবজ্ঞা, উপেক্ষা করেছেন এবং নিজেদের আখের গুছিয়েছেন। ফলে বাংলাদেশ গুণগত মানে স্বাধীনতার আগের মতোই থেকে গেছে।’

সভায় ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। চরমোনাই পীর বলেন, ‘ভ্যাকসিন কিনতে গিয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করায়, আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, যা কারো কাম্য হতে পারে না।’

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের প্রমুখ।

 ইজে

পূর্ববর্তি সংবাদঢাকার কেরানীগঞ্জ এলাকায় র‌্যাবের অভিযান, ২৪ জুয়াড়ি আটক
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস: টিকা নিলেন সৌদি বাদশা