মদিনার হুজুর খ্যাত লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রবের ইন্তেকাল

মদিনার হুজুর খ্যাত লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব। সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার মদিনার হুজুর খ্যাত প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।  আগামীকাল বাদ জুমা কুমিল্লার বড়ুরা থানার নলুয়া চাঁদপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইসলাম টাইমসকে এতথ্য জানিয়েছেন মাওলানা আব্দুর রব রহ.- এর নাতি মাওলানা তাকি উদ্দীন।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ৯ টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মদিনার হুজুর খ্যাত লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব রহ. ৫ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

লালবাগ মাদরাসার দীর্ঘ দিনের উস্তাদ মাওলানা আব্দুর রব রহ. হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী রহ.-এরও উস্তাদ ছিলেন। তিনি লালবাগ জামিয়ায় দীর্ঘদিন হাদিসের কিতাব পড়িয়েছেন।

মাওলানা আব্দুর রব রহ. হাটহাজারী মাদরাসায় পড়াকালীন সময়ে তিনি আল্লামা আহমদ শফী রহ.-এর সহপাঠী ছিলেন। তিনি ভারতের সাহারানপুরে শাইখুল হাদিস যাকারিয়া রহ.-এর কাছে বুখারী ও আবু দাউদ পড়েছেন।

-এনটি

পূর্ববর্তি সংবাদআমার সম্পদের হিসাব নিতে হলে আগে শেখ হাসিনার হিসাব নিতে হবে: সেতুমন্ত্রীর ছোট ভাই
পরবর্তি সংবাদকলাবাগানে ইংলিশ মিডিয়ামের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, বয়ফ্রেন্ডসহ গ্রেফতার ৪