বাংলাদেশ মুসলীগ লীগ সভাপতি কামরুজ্জামান খান মারা গেছেন

ইসলাম টাইমস ডেস্ক: ২০ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র সভাপতি এইচ এম কামরুজ্জামান খান খসরু ইন্তেকাল করেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে ঢাকার বাসায় তিনি মারা যান।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এইচ এম কামরুজ্জামান খান খসরু পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর আব্দুল মোনায়েম খানের দ্বিতীয় পুত্র ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর বনানী কবরস্থানের পাশে অবস্থিত পারিবারিক মসজিদে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

ইজে

পূর্ববর্তি সংবাদতৌহিদী জনতার ক্ষোভের মুখে ইসলামবিরোধী ‌‘কমান্ডো’র টিজার সরাতে বাধ্য হলেন কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদআজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে