ফিলিস্তিনে “নবী মুসা” মসজিদে মদ ও গানের আসর!  চরম ক্ষুব্ধ মুসলমানরা

ইসলাম টাইমস ডেস্ক: দখলকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলে অবস্থিত “নবী মুসা মসজিদের” অভ্যন্তরে একদল যুবক-যুবতী নাচ গান ও মদের অনুষ্ঠান করেছে বলে জানা গেছে ৷

অনুষ্ঠানটির ভিডিও ফুটেজ তৈরী করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রকাশ করে, যা ফিলিস্তিনিদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে৷ কারণ ভিডিওটিতে নাচ এবং মদ্যপানের দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে একদল যুবক যুবতী “নবী মুসা মসজিদের” ভিতরে উচু আওয়াজে পশ্চিমা সংগীতের সুরে গাইছে ও নাচছে৷

এবং  অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে মদ পরিবেশন করা হচ্ছে ৷

এদিকে এই ঘটনার জেরে তুমুল বিক্ষোভোর পরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়িহ হযরত মুসা মসজিদে কী ঘটেছিল তা তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিনের বিচারপতি মাহমুদ আল-হাবাশ বলেছেন: “আমি হযরত মুসা মসজিদের সম্মান ও  পবিত্রতা লঙ্ঘনের অপরাধের বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল অধ্যাপক আকরাম আল-খতিবের সাথে কথা বলেছি। অনতিবিলম্বে এতে জড়িত প্রমাণিত প্রত্যেককেই শাস্তি পেতে হবে৷

আখবারুল খলিজ আরবী থেকে ইয়াহইয়া বিন আবু বকর

পূর্ববর্তি সংবাদসশস্ত্র যোদ্ধা প্রমাণ করতে কাশ্মিরিদের হত্যা করে দেহে অস্ত্র গুঁজে দিতেন ভারতীয় সেনারা!
পরবর্তি সংবাদসাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, চট্টগ্রামে আটক ৫