জার্মানিতে দুর্বৃত্তদের আঘাতে মসজিদের সহকারী ইমাম খুন

ইসলাম টাইমস ডেস্ক: জার্মানির শহর স্টুটগার্টে পাকিস্তানি অভিবাসীদের দ্বারা নির্মিত আল-মদীনা মসজিদের ২৬ বছর বয়সী একজন সহকারী ইমামকে শহীদ করা হয়েছে।

নিহত ইমামের নাম শাহেদ নাওয়াজ কাদেরী। তিনি পাকিস্তানের গুজরাট জেলার বাসিন্দা।

স্টুটগার্ট পুলিশ জানায়, শহীদ নওয়াজ গত সন্ধ্যায় গুইপেনজেন কাউন্টি শহরে ফিলস নদীর কাছে স্ত্রীর সাথে হাঁটছিলেন। তখন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দু’জনকে লাঠি দিয়ে আক্রমণ করেন। তাঁর স্ত্রী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়লে তিনি মারা যান।

ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে। এছাড়া হামলাকারীদের সন্ধানে একটি পুলিশ হেলিকপ্টারও ব্যবহার করা হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।

স্টুটগার্টে পাকিস্তান অভিবাসীদের প্রতিনিধিত্বকারী সংস্থা পাকিস্তান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ মুনির বলেন, শহীদ নওয়াজ কাদরী আল-মদীনা মসজিদের খতিব এবং ইমাম শওকত মাদানীর নায়েবে খতীবের দায়িত্ব পালন করতেন। তিনি পেশায় একজন চালক ছিলেন এবং মসজিদে স্বেচ্ছাসেবী হিসেবে নিজের দায়িত্ব পালন করতেন। জীবিতদের মধ্যে তিনি বিধবা স্ত্রী ও দুই সন্তান রেখে গিয়েছেন।

সূত্র: ডয়চে ভেলে, এক্সপ্রেস নিউজ

-এমএসআই

পূর্ববর্তি সংবাদফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশের মৃত্যু
পরবর্তি সংবাদডিএমপির ৮ থানার ওসিসহ ১৫ কর্মকর্তা বদলি