মাওলানা তারিক জামিল আগের চেয়ে সুস্থ

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রখ্যাত দায়ী আলেমে দ্বীন মাওলানা তারিক জামিল আগের চেয়ে সুস্থ আছেন। ইনফেকশন তার লাঞ্চে পৌঁছে গিয়েছিল যার কারণে নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল।এখন আলহামদুলিল্লাহ লাঞ্চের ইনফেকশনও দূর হয়েছে এবং নিঃশ্বাসের কষ্ট ও নেই । তার ছেলের সূত্রে এ তথ্য জানা গেছে। তবে করোনা টেস্ট পজিটিভ আসার কারণে হসপিটালে আছেন।
এর আগে এক টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছিল না। পরে কোভিড-১৯ পরীক্ষা করি, সেখানে আমার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালক তিনি। ২০১৩-১৪ সালে দ্য মুসলিম ৫০০-এর জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন পাকিস্তানি এই ইসলামিক স্কলার।

 

১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মাওলানা তারিক জামিল।

ইজে

পূর্ববর্তি সংবাদশাহজালালে যাত্রীর শরীর থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার
পরবর্তি সংবাদনবীজীর মক্কা বিজয় ও আমাদের বিজয় দিবসের শিক্ষা