স্বাভাবিক হয়েছে ইউটিউব-জিমেইল-গুগল ড্রাইভ

ইসলাম টাইমস ডেস্ক: বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর এখন আবারও স্বাভাবিক হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের কার্যক্রম। সোমবার সন্ধ্যা থেকেই ইউটিউবের সার্ভারে প্রবেশ করতে গেলে ‘সামথিং ওয়েন্ট রং…’ বার্তা প্রদর্শন করছিল। একই সমস্যা করেছে বহুল জনপ্রিয় ই-মেইল সার্ভিস ‘জিমেইল’ ও ক্লাউড স্টোরেজ সার্ভিস গুগল ড্রাইভের ক্ষেত্রেও। প্ল্যাটফর্মগুলোর সাময়িক সমস্যার কারণে বিড়ম্বনায় পড়ছেন অনেকে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা।

জিমেইল খুলতে গেলেই ‘টেম্পোরারি ইরর’ লেখা দেখাচ্ছে। সঙ্গে বার্তা আসছে- We’re sorry, but your account is temporarily unavailable. We apologise for the inconvenience and suggest trying again in a few minutes. You can view the G Suite Status Dashboard for the current status of the service.

তবে হ্যাকিং নাকি সার্ভারের ত্রুটি- ঠিক কী কারণে এ সমস্যা হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এই জনপ্রিয় প্লাটফর্মগুলোর সেবা ব্যাহত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নির্ভরশীল মানুষদের মাঝে। পূর্ব নির্ধারিত ভিডিও কর্মশালা ব্যাহত হওয়ায় নিবন্ধনকারীদের কাছে দুঃখপ্রকাশ করতেও দেখা গেছে আয়োজকদের।

-এনটি

পূর্ববর্তি সংবাদসাবেক সাংসদ বদিকে পিতা দাবি করে যুবকের মামলা, ডিএনএ টেস্টের আবেদন
পরবর্তি সংবাদবুদ্ধিজীবী দিবসে সেতুমন্ত্রী: ‘সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে’