মসজিদসমূহে মাস্ক পরা নিশ্চিতের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

ইসলাম টাইমস ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে দেশের মসজিদসমূহে আগত মুসল্লিদের মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ বিস্তার দেশের সর্বত্র অব্যাহত রয়েছে। শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে।

এমতাবস্থায় মসজিদে আগত মুসল্লিদের মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে মসজিদের মাইকে নিয়মিত প্রচার, পোস্টার/ব্যানার প্রদর্শন ও জুমআর খুতবায় গুরুত্ব সহকারে প্রচারের জন্য সকল মসজিদের পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

-এসএন

পূর্ববর্তি সংবাদবিন লাদেন হত্যায় ইসরাইলও সহযোগিতা করেছিল: সাবেক সিআইএ প্রধান
পরবর্তি সংবাদযশোরে শিশুকে নির্যাতনের অভিযোগে কমলচন্দ্র কর্মকার নামে গ্রেপ্তার ১