ভোট দিয়ে গাঁজাকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দিল জাতিসংঘ!

ইসলাম টাইমস ডেস্ক: জাতিসঙ্ঘের কমিশন অন নারকোটিক ড্রাগস (সিএনডি) বুধবার তাদের ৬৩তম অধিবেশনে হেরোইন এবং অন্যান্য মারাত্মক ড্রাগের তালিকা থেকে গাঁজাকে বাদ দেয়ার পরিকল্পনা নিয়েছিল। এই মর্মে ভোটাভুটি চলার পর বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেয়া হয় গাঁজাকে।

এই মর্মে ভোটদান করেছে ভারতও।

এরপর থেকে গাঁজা (ক্যানাবিস এবং ক্যানাবিস রেজিন) সম্পর্কিত আইনে বদল আসতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

গত ৫৯ বছর ধরে কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে ক্যানাবিসের ব্যবহার, ফলে চিকিৎসা ক্ষেত্রে এর সঠিক ব্যবহার করা যায়নি। জাতিসংঘের সিদ্ধান্তের পর আরো ব্যাপকভাবে চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে মানসিক রোগের মোকাবিলায় গাঁজা ক্যানাবিসের ব্যবহার হবে বলে আশা করা যাচ্ছে।

ভারত সহ সিএনডি-র ২৭টি দেশ গাঁজায় ছাড়ের সপক্ষে ভোট দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ আছে এই তালিকায়।

এদিকে, চীন, পাকিস্তান, রাশিয়া সহ মোট ২৫টি দেশ ভোট দিয়েছে বিপক্ষে। অনুপস্থিত ছিল ইউক্রেন।

সূত্র : আজকাল

-এসএন

পূর্ববর্তি সংবাদবাংলাভাষী দুই হাজার আলেম মনীষীদের নিয়ে ৮ খন্ডের আরবি জীবনীগ্রন্থ
পরবর্তি সংবাদকরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে এমপি নূর ও মৃণাল কান্তি