ইসলাম টাইমস ডেস্ক: জয়পুরহাটে আজান ও নামায চালুর মাধ্যমে আপন পরিচয় ফিরে পেয়েছে শত বছরের পরিত্যক্ত ঐতিহাসিক মসজিদ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) হিলি মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা খানের ইমামতিতে জোহর নামাযের মাধ্যমে নতুন করে মসজিদটি চালু হলো। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সূত্র মতে জানা গেছে, জয়পুরহাটের পাঠান পাড়ার নিকটবর্তী হাজার বছরের ঐতিহাসিক এ মসজিদটি প্রায় ৭০০ বছর ধরে পরিত্যক্ত ছিল।
সূত্র জানায়, মসজিদের আশপাশে এক সময় হিন্দুদের বসতি গড়ে উঠে। মসজিদটিও হিন্দু মালিকানায় চলে যায়। পরবর্তীতে তা আবার মুসলিম মালিকানায় আসলেও প্রায় ৫০ বছর মসজিদটিতে আজান ও নামায হয়নি।
স্থানীয় আলেম একলিমুর রেজা ও দায়ী মুফতি যোবায়েরের উদ্যোগে হারানো মসজিদটি আবারো ফিরেছে আপন পরিচয়ে, আবারো মসজিদটিতে ধ্বনিত হয়েছে আল্লাহু আকবার।

হাজার বছরের ঐতিহাসিক এ মসজিদটি চালু হওয়ায় এলাকাবাসীর মাঝে খুশির আমেজ তৈরি হয়েছে। মসজিদটি আবারো আপন পরিচয় ফিরে পাওয়ায় স্থানীয় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দেশের বিভিন্ন প্রান্তে আরো যেসব মসজিদ পরিত্যক্ত হয়ে আছে সেগুলোও চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
-এনটি