নির্বাচনে মুসলিমদের টিকিট দেবে না বিজেপি

ইসলাম টাইমস ডেস্ক: ভোটে লড়ার জন্য বিজেপি মুসলিমদের টিকিট দেবে না। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ বিষয়ক মন্ত্রী কে এস ওয়ারাপ্পা।

বেলাগাভি উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির মন্ত্রী ওয়ারাপ্পা বলেছেন, ‘আমরা হিন্দু সম্প্রদায় থেকে যেকোন গোষ্ঠীর সদস্যকে দলের টিকিট দিতে পারি। সম্ভবত লিঙ্গায়েত, কুরুবাস, ভোক্কালিগাস অথবা ব্রাহ্মণদের মধ্যেই কেউ প্রার্থী হবেন। কিন্তু কোনমতেই মুসলিমদের প্রার্থী করা হবে না।’

এই প্রথম নয়, গত বছর এপ্রিলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন কর্নাটকের এই বিজেপি নেতা। কোপ্পালে তিনি বলেছিলেন, ‘মুসলিমদের বিজেপির উপর বিশ্বাস নেই। তাই ওই সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হবে না।’ বিজেপির উপর মুসলিমরা আস্থা ও বিশ্বাস রাখলেই একমাত্র তাদের টিকিট দেওয়া হবে বলে পরে আশ্বাস দেন তিনি।।

পূর্ববর্তি সংবাদকুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভাঙ্গলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট
পরবর্তি সংবাদকাশ্মীর নিয়ে মুখ খুলেছে ওআইসি, ক্ষুব্ধ ভারত