কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি

ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটয়িামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শাহীনুর রহমান চাঁদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালিয়ামরী সীমান্তে ১০৬২ ও ৬৩ সীমানা পিলারের কাছে হত্যাকাণ্ডটি ঘটে।

৩৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি বিএসএফের কাছে পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

নিহত চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ১২/১৩ জন চোরাচালানি সীমান্তে গরু পাচার করে আনার জন্য জড়ো হন। চোরাচালানি দলটি কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় শাহীনুর রহমান চাঁদ গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা অন্য চোরাচালানিরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাছের বিল্লাহ জানান, রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসিনুরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এস এন

পূর্ববর্তি সংবাদমাওলানা গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন
পরবর্তি সংবাদএবার ট্রাম্পের বড় ছেলে করোনায় আক্রান্ত