মোদিও বললেন, হত্যার রাজনীতি করে সমর্থন পাওয়া যায় না

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে মুসলমানদের রক্তে বারবার হাত রঞ্জিত করেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “হত্যার রাজনীতি নয়, উন্নয়ন দিয়েই  ভোটে জেতা যায়। হত্যার রাজনীতি করে সমর্থন পাওয়া যায় না। বিহারের নির্বাচনের ফল সেটা দেখিয়ে দিল।”  বুধবার বিজেপির সদর দফতরের সামনে কয়েক হাজার কর্মী হাজির হলে এসব কথা বলেন মোদি। এ সময় মঞ্চে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ বিজেপির শীর্ষ নেতারা।

করোনা পরিস্থিতির মধ্যে ভোট করাটা খুব কঠিন কাজ ছিল। কিন্তু যে ভাবে সবাই মিলে এই ভোটকে এগিয়ে নিয়ে গিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ বলেই জানান মোদী। তিনি বলেন, “আত্মনির্ভর বিহারের উপর মানুষ ভরসা রেখেছেন। আর সেটাই জয় এনে দিয়েছে।”

বিজেপির বার বার সাফল্যের পিছনে দলের গভর্ন্যান্স মডেল রয়েছে বলেও জানান মোদী।

 

মঙ্গলবারই ফল বেরিয়েছে বিহার নির্বাচনের। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট জিতেছে ১২৫ আসনে। মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন।

পূর্ববর্তি সংবাদইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
পরবর্তি সংবাদমুঠোফোনে গ্রাহককে না জানিয়ে টাকা কাটার অভিযোগের সত্যতা পেয়েছে বিটিআরসি