বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় ব্রাজিলে স্থগিত চীনের করোনা টিকার পরীক্ষা

ডাক্তার ওষুধের পরীক্ষা করছেন

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাজিলে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সোমবার এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

একজন টিকা গ্রহণকারীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সিনোভেক বায়োটেকের করোনাভ্যাক টিকা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা আনভিসা এক বিবৃতিতে বলেছে, গত ২৯ অক্টোবর টিকার মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তারা এর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। তবে সংস্থাটি ঘটনার জোর তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, সিনোভেক, ফাইজার ও অক্সফোর্ডেও টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এই তিনটি টিকারই পরীক্ষা ব্রাজিলে চালানো হচ্ছে।  যুক্তরাষ্ট্র ফাইজার টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে ৯০ শতাংশ সফলতার দাবি করেছে। চীনের সিনোভেটের এই টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষা ব্রাজিল ছাড়াও কয়েকটি দেশে হচ্ছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে। এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬৩ হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৫৬ লাখ লোক।

-এনটি

পূর্ববর্তি সংবাদওমরাহ অ্যাপস চালু হওয়ার পর রেজিস্ট্রেশন করেছেন প্রায় ২০ লাখ
পরবর্তি সংবাদকরোনা প্রণোদনার ২৫০০ টাকা পেতে ঘুষ দিতে হয়েছে গড়ে ২২০ টাকা: টিআইবি