আবার ক্ষমতায় ফিরছে সু চির দল

মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করে।

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়ের মাধ্যমে আবার ক্ষমতায় ফিরছে। বাংলাদেশ নির্বাচনে জয়ী এই সরকারকে স্বাগত জানাবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এ বছরের জানুয়ারি থেকে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর কোনো আলোচনায় বসেনি মিয়ানমার সরকার। অবশ্য বাংলাদেশ আশা করছে, নির্বাচনের শেষে চীনের মধ্যস্থতায় প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার আবার আলোচনা শুরু করবে।

মিয়ানমারে নির্বাচনের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার এ আশাবাদের কথা জানিয়েছেন।

বাংলাদেশে আসার তিন বছর পরও রাখাইনের পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকারের বিষয়ে রোহিঙ্গাদের আস্থার সংকট রয়েছে। তাই তারা আদি নিবাসে ফিরছে না। রোহিঙ্গাদের মধ্যে আস্থার এই সংকট কাটাতে বাংলাদেশ, মিয়ানমারকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশের এসব প্রস্তাব নিয়ে মিয়ানমার কিছুই বলছে না।

 

পূর্ববর্তি সংবাদ‘বৈবাহিক ধর্ষণ’ আইন: দেশের সুশৃঙ্খল পরিবার ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দেওয়ার পায়তারা
পরবর্তি সংবাদ৩০ নভেম্বর পর্যন্ত গোটা ভারতে বাজি পোড়ানো নিষিদ্ধ