জেরুজালেমে দূতাবাস চালু করতে যাচ্ছে আফ্রিকার দেশ মালাবি

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেমে আফ্রিকার দেশ মালাবি তাদের দূতাবাস চালু করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে।

সবার আগে ২০১৮ সালে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে। খবর আরব নিউজের।

মালাবির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এ ঘোষণা দেন। এ ব্যাপারে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গবি আশকেনাজি বলেন, আফ্রিকার প্রথম দেশ হিসেবে মালাবি জেরুজালেমে দূতাবাস খুলছে। আশা করি, অফ্রিকার অন্য দেশগুলোও মালাবির পদাঙ্ক অনুসরণ করবে।  ২০২১ সালের মধ্যে জেরুজালেমে মালাবির দূতাবাস চালু হবে।

১৯৬৭ সাল থেকেই ইসরাইলের সঙ্গে মালাবির কূটনৈতিক সম্পর্ক থাকলেও ইহুদিবাদী দেশটিতে এ পর্যন্ত কোনো দূতাবাস ছিল না।

এস আই

পূর্ববর্তি সংবাদকরোনার তীব্রতা কমার পর যেভাবে চলছে তাবলীগের কার্যক্রম
পরবর্তি সংবাদবিচারের রায় বাংলায় লেখার ব্যবস্থা নিতে হবে, এটা একান্তভাবে দরকার: প্রধানমন্ত্রী