লালমনিরহাট উলামা পরিষদ-এর ফ্রান্সবিরোধী বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উগ্র ম্যাগাজিন শার্লি হেবদো ও ফ্রান্সের বিরুদ্ধে লালমনিরহাট উলামা পরিষদ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট-এর মিশোন মোড়ে এ বিক্ষোভ হয়।

লালমনিরহাট জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জয়নুল আবেদীনের নেতৃত্বে এ মিছিলে জেলার স্বর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন বলে জানা গেছে।

সভাপতি মাওলানা জয়নুল আবেদীনের দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।

উল্লেখ্য, ফ্রান্সে মুসলিম হৃদয়ের স্পন্দন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কার্টুন প্রকাশ করেছে দেশটির বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদো। মত প্রকাশের স্বাধীনতার নামে সেই কার্টুন ক্লাস রুমে দেখান স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষক। তাকে গলা কেটে হত্যা করেন এক চেচেন যুবক। এরপর ফ্রান্সে শুরু হয় মুসলিম দমন-পীড়ন। সব ধৃষ্টতার সীমা ছাড়িয়ে কোটি কোটি মুসলমানের হৃদয়কে ক্ষত-বিক্ষত করে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশটির দুটি বিল্ডিং-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সেই কার্টুন প্রদর্শন।

ফান্সের এই ধৃষ্টতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম দুনিয়া। এরই ধারাবাহিকতায় সারাদেশে বিক্ষোভ মিছিল করছেন নবীপ্রেমী তৌহিদী জনতা।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত
পরবর্তি সংবাদওসি-ডিসি অভিযোগ না শুনলে আমার কাছে আসুন: ডিএমপি কমিশনার