বাংলাদেশ-পাকিস্তানের অভিবাসীদের নিষিদ্ধের ডাক ফ্রান্সের বিরোধী দল নেতার

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ এবং পাকিস্তানের অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন।

শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে মেরিন লেখেন, ‘বাংলাদেশ এবং পাকিস্তানে নতুন অতি-সহিংস বিক্ষোভের এই প্রেক্ষাপটে (বিক্ষোভকারীরা আমাদের রাষ্ট্রদূতের শিরশ্ছেদ করতে চেয়েছে) দেশগুলো থেকে অভিবাসী নেয়ার ওপর নিষেধজ্ঞা জারির আহ্বান জানাই আমি।’

মেরিনের এই পোস্টে ফ্রান্সের অনেক সাধারণ মানুষকেও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। তারা ‘জাতীয় নিরাপত্তার খাতিরে’ দ্রুততম সময়ে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন সরকারকে।

ফ্রান্স সরকার অবশ্য এ বিষয়ে এখনো কিছু বলেনি। তবে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিবাসীদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি।

সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল প্যাটি নামের এক ইতিহাস শিক্ষক ক্লাসে বাক্‌স্বাধীনতার নামে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন দেখান। যার জেরে গত ১৬ অক্টোবর চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি ছুরি হাতে ওই শিক্ষককে আক্রমণ করে এবং তার শিরশ্ছেদ করে।

এরপর ফ্রান্সে শুরু হয় মুসলিম দমন-পীড়ন। সব ধৃষ্টতার সীমা ছাড়িয়ে কোটি কোটি মুসলমানের হৃদয়কে ক্ষত-বিক্ষত করে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশটির বিল্ডিং-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সেই কার্টুন প্রদর্শন।

এরপর মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাক ওঠে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হয়েছে প্রতিবাদ মিছিল।

পূর্ববর্তি সংবাদজানাযার নামায ছুটে যাওয়ার আশংকায় ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যাবে কি?
পরবর্তি সংবাদসৌদি নতুন রিয়ালে কাশ্মীরের মানচিত্র