ভারতীয় নতুন আলুর কেজি ১৫০ টাকা

ইসলাম টাইমস ডেস্ক: বাজারে ওঠা নতুন আলু ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পুরাতন আলু ৪৫ টাকা আর নতুন আলু দেড় শ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলু ভারত থেকে এসেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, ঢাকার বাইরে এ আলু পাওয়া যাচ্ছে না। ঢাকায়ও বিক্রি হচ্ছে খুব অল্প।

শুক্রবার রাজধানীর রামপুরা, হাতিরপুল, মগবাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

নগরীর কাঁচাবাজারগুলোতে বেগুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বরবটি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখি, পটল, শসা, জিঙ্গা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পেপে ৫০ টাকা, প্রতিহালি কাঁচাকলা ৪০ টাকা, ছোট আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, আকারভেদে লাউ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।

অপরদিকে কাঁচামরিচের কেজি ২০০ থেকে ২৪০ টাকা।

পূর্ববর্তি সংবাদফ্রান্সের বিরুদ্ধে বাইতুল মোকাররমে সমমনা ইসলামী দলের প্রতিবাদ সমাবেশ
পরবর্তি সংবাদ‘একজন মুসলিম হিসেবে মহানবীর অবমাননা কীভাবে মেনে নেব?’