ফ্রান্সের বিরুদ্ধে বাইতুল মোকাররমে সমমনা ইসলামী দলের প্রতিবাদ সমাবেশ

ইসলাম টাইমস ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ম্যাগাজিন শার্লি হেবদো ও ফ্রান্স বিরুদ্ধে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা ইসলামী দলগুলো।

আজ ৩০ অক্টোবর (শুক্রবার) বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমমনা ইসলামী দলসমূহের সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ফ্রান্সের দূতাবাস অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি ফ্রান্সের সকল ধরণের পণ্য বর্জনের আহবান জানান।

সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শন করে পুরো বিশ্বের পৌনে দুইশত কোটি মুসলমানের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্টের এই গর্হিত কাজের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা ড. ঈসা শাহেদী, জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত ফরায়েজে জামাত বাংলাদেশর আমীর মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলাী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমূখ।

সমাবেশ পরিচালনা করেন জময়িতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে বিজেপির ৩ কর্মী নিহত
পরবর্তি সংবাদভারতীয় নতুন আলুর কেজি ১৫০ টাকা