নবীজি সা.কে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে সরকারিভাবে ফ্রান্সের সকল পণ্য আমদানী নিষিদ্ধ ও কুটনৈতিক সম্পর্ক বর্জন আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা জুনায়েদ বাবুনগরী।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে এর প্রতিবাদ জানানোর দাবি জানান হেফাজত মহাসচিব। ওআইসি, আরব লীগসহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান মাওলানা জুনায়েদ বাবুনগরী।

ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা সহ্য করার মতো নয় উল্লেখ করে হেফাজত মহাসচিব বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হযরত রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। এ জন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

চট্টগ্রামমহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মুফতী হারুন ইজহার, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা জিয়াউল হোসাইন, মুফতী হাসান মুরাদাবাদী, মাওলানা জালালউদ্দিন,মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন রববানী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমূখ।

সমাবেশ পরিচালনা করেন, মাওলানা হাফেজ ফায়সাল ও মাওলানা কুতুবুদ্দিন।

পূর্ববর্তি সংবাদ‘একজন মুসলিম হিসেবে মহানবীর অবমাননা কীভাবে মেনে নেব?’
পরবর্তি সংবাদভারতের মুম্বাইয়ে ম্যাক্রোঁর ছবির ওপর দিয়ে চলছে গাড়ি, হাঁটছে মানুষ