কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে বিজেপির ৩ কর্মী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের গুলিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ৩ কর্মী নিহত হয়েছে।  নিহতদের একজন বিজেপির স্থানীয় যুব সংগঠনের নেতা। খবর টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরার।

খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ওয়াইকে পোরার কাজিগুন্দ গ্রামে বন্দুকধারীদের গুলিতে এই তিনজন নিহত হয়।

তাৎক্ষণিকভাবে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে ফিদা হুসেন ইয়াতু বিজেপির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক।  আর উমর রশিদ বেগ ও উমর রমজান হাজাম বিজেপি কর্মী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ।

৩ বিজেপি কর্মী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাজিগুন্দ ও আশপাশের এলাকায় স্বাধীনতাকামীদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

ব্যাপক আইন-শৃংখলাবাহিনী মোতায়েন থাকার পরও কাশ্মীরে গত কয়েক মাস ধরেই বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।

পূর্ববর্তি সংবাদশর্ত সাপেক্ষে খুলছে চিড়িয়াখানা, মাসে ১ দিন বিনামূল্যে প্রবেশের সুযোগ
পরবর্তি সংবাদফ্রান্সের বিরুদ্ধে বাইতুল মোকাররমে সমমনা ইসলামী দলের প্রতিবাদ সমাবেশ