ফ্রান্সে নবীজি সা.-এর অবমাননার প্রতিবাদে রংপুর উলামা পরিষদের মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন তৈরি করে রাষ্ট্রীয় মদদে প্রচার ও প্রদর্শনের প্রতিবাদে রংপুর জেলার আলেম-উলামা ও ইমাম-খতিবদের সংগঠন ইমাম উলামা পরিষদ রংপুর প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইদ্রীস আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সে  রাষ্ট্রীয় সহযােগিতায় পৃথিবীর দুইশাে কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। তাই মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা।

এছাড়াও ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদের সমুচিত জবাব দিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুফতি জসিম উদ্দীন, মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমজাদ হােসাইন, প্রধান মিডিয়া সম্পাদক ক্বারী আতাউল হক, মাওলানা ইউছুফ আলী, ক্বারী আশরাফ আলী, মাওলানা নেয়ামুল হক, মাওলানা কাজী হামদুল্লাহ ও হাফেজ জয়নাল আবেদীনসহ পরিষদের অন্যান্য নেতারা।

পূর্ববর্তি সংবাদআমেরিকা-ভারত সামরিক চুক্তি: আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে পাকিস্তানের হুঁশিয়ারি
পরবর্তি সংবাদবিভিন্ন আইনে গণমাধ্যম নিয়ন্ত্রিত: ফখরুল