১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সঙ্গে সকল ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ১০ ঘণ্টা পর স্বাভাবিক অবস্থা ফিরেছে।

উদ্ধারকাজ ও লাইন মেরামত শেষে মঙ্গলবার বেলা ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে গণমাধ্যমকে জানান কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

এর আগে সোমবার দিবাগত রাত ২টায় সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুইটি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এতে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই শুরু হয় উদ্ধার কাজ।

পূর্ববর্তি সংবাদআসামিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রিফাতের বাবা
পরবর্তি সংবাদইসলামী আন্দোলনের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা